Entertainment

প্রিয়াঙ্কার ‘রোকা’-য় মিলল ২ সংস্কৃতি

Published by
News Desk

চেতন ভগত যেমন লিখেছিলেন বিয়ে মানে শেষ পর্যন্ত ২টি সংস্কৃতির মিলন, ঠিক যেন তেমনটাই হল প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের প্রথম পর্বে। আমেরিকান গায়ক অভিনেতা নিক জোনাস কুর্তা পায়জামায় পুজো পর্ব সারলেন। আর পিছনে বসে মা ডেনিস মিলার জোনাস সালোয়ার কামিজ পরে বসে দেখলেন সেই পুজো পর্ব। পাশে বসা বাবা কেভিন জোনাসও সেজেছিলেন কুর্তা পায়জামায়।

এত গেল আমেরিকান সেলেব্রিটি পরিবারের বাবা-মায়ের কথা। জোনাস পরিবারের যাঁরা আসতে পারলেন না, তাঁরাও সামিল হলেন ট্যুইটারে। নিকের দাদা জো জোনাসের ফিয়াঁসে সোফি টার্নার ট্যুইটারে স্বাগত জানালেন পরিবারের নতুন সদস্যাকে। মা ডেনিস জোনাসও ট্যুইটারে স্বাগত জানালেন এমন একজনকে যিনি শুধুই একজন পুত্রবধূ নন, একজন মেয়েও। ভারতীয় সংস্কৃতিকে যে কতটা আবেগের সাথে গ্রহণ করেছেন তাঁরা, তা দেখা গেল কেভিন জোনাসের ট্যুইটে। তিনি লিখলেন, কি অসাধারণ একটা দিন কাটল ভারতীয় সংস্কৃতির মাঝে।

Share
Published by
News Desk

Recent Posts