Entertainment

রহস্যময় সমুদ্রতটে নিক-প্রিয়াঙ্কা?

Published by
News Desk

নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক এখন আলোচনার শীর্ষে। সেই আলোচনাকে আরও মশলাদার করে তুললেন মার্কিন সংগীত শিল্পী নিক জোনাস। প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টির আয়োজন করলেন অজানা এক সমুদ্র সৈকতে।

সমুদ্র পছন্দ করেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সে বিষয়টি মাথায় রেখে তাঁর জন্মদিন উদযাপনে সমুদ্র সৈকতে পার্টির আয়োজন করেছেন নিক। আগামী ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিন। এবার ৩৬ তম জন্মদিনের কেক কাটবেন তিনি। কদিন ধরেই শোনা যাচ্ছিল বিশেষ এই দিনটি তিনি নিকের সঙ্গে কাটাবেন। সেলেব্রিটি যুগলের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিক পার্টির জন্য জায়গার বুকিং সেরে ফেলেছেন। তবে সেটা কোথায় তা এখনও জানা রহস্যই। তবে জায়গাটা যেখানেই হোক না কেন বিষয়টি তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনায় যে অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts