Entertainment

১০ বছরের ছোট প্রেমিকের প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা চোপড়া?

Published by
News Desk

পাত্রীর বয়স ৩৫। আর পাত্রের? ২৫। তাতে কি! মিঞা বিবি রাজি থাকলে বয়সে কি আসে যায়। তাই না? পিগি চপসের হাবভাব দেখে অন্তত এমনটাই মনে হচ্ছে হলিউডের। সেই রঙ্গে ঢোল বাজাচ্ছে বলি পাড়াও। সকলের ধারণা, প্রিয়াঙ্কা চোপড়া প্রেমে পড়েছেন জনপ্রিয় আমেরিকান পপ গায়ক ও অভিনেতা নিক জোনাসের। বয়সে নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। যদিও সামান্য ব্যবধান প্রিয়াঙ্কা ও নিকের বন্ধুত্বের পথে কাঁটা হয়ে ওঠেনি। উল্টে দেখা যাচ্ছে, ইদানি বয়সে বড় ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ সময় কাটাতে ব্যস্ত নিক। অন্তত এমনটাই দাবি জনপ্রিয় একটি মার্কিন পত্রিকার।

বলিউডের ‘মেরি কম’-এর সঙ্গে গত বছর মেট গালার রেড কার্পেটে আলাপ হয় নিকের। তারপর থেকেই ঘনিষ্ঠতার সূত্রপাত। সেই সময় ২ তারকার সম্পর্ক নিয়ে শুরু হয় জোর ফিসফাস। কিন্তু প্রিয়াঙ্কা বা নিক কেউ মুখ না খোলায় সেবার বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবির অভিনেতার সঙ্গে ঘনঘন প্রিয়াঙ্কার ডেটিংয়ের ছবি সামনে আসতেই আবার মাথাচাড়া দিয়েছে জল্পনা।

কিছুদিন আগেই সবান্ধবে প্রশান্ত মহাসাগরের বুকে ক্রুজে করে নিকের সঙ্গে পার্টি করে এলেন পিগি চপস। গত সপ্তাহে নিকের সঙ্গে গেলেন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির লাইভ কনসার্টে। ২৭ মে লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে নিককে নিয়ে বেসবল দেখতে যান তিনি। দু’জনের একসঙ্গে স্টেডিয়ামে ঢোকার মুহুর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। টুইটারে সেই ছবি দিতেই মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয়ে যায় দু’জনের সম্পর্ক নিয়ে। তবে রটনা যাই হোক, গতবারের মত এবারেও কিন্তু মুখে কুলুপ এঁটেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। নিকের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাখ্যায় ‘ক্যাজুয়াল’ শব্দটি জুড়ে জল্পনায় ইতি টেনেছেন। তবে প্রিয়াঙ্কার এবারের সাফাইতে ঠিক বিশ্বাস করতে পারছেন না কেউ!

Share
Published by
News Desk

Recent Posts