Kolkata

‘প্রিয়দা’ নেই, মানতে পারছেন না অনেক নেতাই

Published by
News Desk

প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সমবেদনা জানান প্রয়াত নেতার পরিবারকে। শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু এক বড় ক্ষতি বলেই ব্যাখ্যা করেন তিনি। সরকারের তরফে যথাযোগ্য মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে এদিন সরকারি দফতরে অর্ধদিবসের ছুটিও ঘোষণা করেন তিনি। এদিন খবর পেয়ে হাসপাতালেই ছুটে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতেই ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম মুখ হয়ে ওঠা নেতাদের অনেকেই প্রিয়রঞ্জনের হাত ধরে রাজনীতির ময়দানে পা রাখেন। তাঁদের অনেকেরই এদিন শোকপ্রকাশের ভাষা ছিল না।

এদিন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ অনেক বাম নেতাও প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকপ্রকাশ করেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এদিন প্রিয়রঞ্জনের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে ব্যাখ্যা করেন।

Share
Published by
News Desk

Recent Posts