SciTech

এ বছরে সবচেয়ে বেশি খোঁজ পড়ল প্রিয়ার

Published by
News Desk

গুগলে সার্চ করে সারাদিন কত কিছুই তো খোঁজ নেন সকলে। সংখ্যায় তা কোটি কোটি। সারা বছরের ২৪ ঘণ্টাই চলে খোঁজ। তার হিসেবও রাখে গুগল। গুগল ইন্ডিয়ার হিসাব বলছে ২০১৮ সালে সবচেয়ে বেশি গুগল সার্চ হয়েছে মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারের নামে।

একটি মালয়ালম সিনেমা ‘ওরু এদার লাভ’-এ তিনিই ছিলেন নায়িকা। সেই সিনেমায় একটি গানে তাঁর এক চোখ বন্ধ করে নায়ককে ইশারায় কাত হয়েছে তামাম ভারত। সব বয়সের মানুষই সেই ভিডিও তারিয়ে উপভোগ করেছেন। একটা কটাক্ষ যে গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে তা প্রিয়াই সেসময়ে প্রমাণ করে দেন। সেই জনপ্রিয়তার দিনগুলোতে যেভাবে দিনের পর দিন তাঁর নামে সার্চ হয়েছে তার জেরেই গুগলের হিসাবে এ বছরে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে প্রিয়ার।

তালিকার ২ নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। তৃতীয় স্থানে নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। চতুর্থ মোস্ট সার্চড পার্সন প্রিয়াঙ্কা চোপড়া। পঞ্চম স্থানে রয়েছেন সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

 

Share
Published by
News Desk
Tags: Google

Recent Posts