Categories: National

সস্ত্রীক ভারতে এলেন ব্রিটেনের রাজপুত্র

Published by
News Desk

সস্ত্রীক ভারতে পা দিলেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম। রবিবার দুপুরে মুম্বইয়ে পা রাখেন প্রিন্স ও কেট মিডলটন। বিমান থেকে নেমেই তাঁরা হাজির হন তাজ হোটেলে। ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম শিকার এই হোটেলে মৃতদের স্মারকে শ্রদ্ধা জানান তাঁরা। কথা বলেন সেইসব হোটেল কর্মীদের সঙ্গে যাঁরা সেই বিভীষিকাময় দিনগুলোতে হোটেলেই উপস্থিত ছিলেন। প্রিন্স ও তাঁর স্ত্রীর এবারের সফর সাত দিনের। এই সফরে ভূটানেও যাঁবেন তাঁরা। ভারত ও ভূটানের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতেই তাঁদের এই সফর বলে জানান হয়েছে। এই প্রথম স্ত্রীকে নিয়ে ভারতে এলেন প্রিন্স উইলিয়াম।

Share
Published by
News Desk