Categories: Kolkata

প্রেসিডেন্সিতে ২০ ঘণ্টা ঘেরাও রেজিস্ট্রার

Published by
News Desk

ফের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকায় অস্বচ্ছতার অভিযোগে শুক্রবার বিকেল থেকে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তাদের দাবি, যে মেধা তালিকা টাঙানো হয়েছে সেখানে ইংরাজি হরফের ক্রমপর্যায় ধরে ছাত্রছাত্রীদের নাম রয়েছে। কিন্তু তাদের প্রাপ্ত নম্বর বা ব়্যাঙ্কের কোনও উল্লেখ নেই। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, তালিকায় স্বচ্ছতা আনতে পাশে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর ও ব়্যাঙ্ক দিয়ে দিতে হবে। এই দাবিতে, শুক্রবার বিকেল ৫টা থেকে তারা প্রেসিডেন্সির রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে রাখে। রাতভর চলে ঘেরাও। টানা ২০ ঘণ্টার ওপর ঘেরাও চলার পর অবশেষে শনিবার দুপুরে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তারপরই ঘেরাও তুলে নেওয়া হয়। যদিও আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি কর্তৃপক্ষ তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা ঘেরাও আন্দোলন তুলে নিচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্কার জানিয়েছে তারা ছাত্রছাত্রীদের সব দাবি মেনে নিতে পারেনি।

Share
Published by
News Desk

Recent Posts