Categories: Kolkata

প্রেসিডেন্সির সার্ভার রুমে আগুন

Published by
News Desk

ফের আগুন লাগল প্রেসিডেন্সি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ প্রেসিডেন্সির কেন্দ্রীয় গ্রন্থাগারের সার্ভার রুমে আগুন লাগে। দ্রুত আগুন ছড়াতে থাকে। কেন্দ্রীয় গ্রন্থাগার সহ আশপাশের ঘরগুলি ধোঁয়ায় ভরে যায়। তখন প্রেসিডেন্সিতে ক্লাস চলছিল। আতঙ্কে ক্লাস থেকে দ্রুত বেরিয়ে আসেন ছাত্রছাত্রী থেকে অধ্যাপক সকলেই। সব ক্লাস ফাঁকা করে দেওয়া হয়। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন খুব বেশি ছড়াতে পারেনি। ১ ঘণ্টার চেষ্টা আগুন সম্পূর্ণ আয়ত্তে আসে। তবে আগুনে সার্ভার রুমে থাকা সব কম্পিউটার পুড়ে যায়। আগুনে কিছুটা ক্ষতি হয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারেরও। প্রাথমিকভাবে এসি মেশিন থেকে আগুন বলে মনে হলেও আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল। ২০১০ সালে প্রেসিডেন্সির বেকার ল্যাবে আগুন লেগেছিল। তারপর ফের এদিন আগুন লাগল বাংলার অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠানে।

Share
Published by
News Desk

Recent Posts