National

গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়, রেনাল প্যারামিটারে সামান্য অবনতি

গভীর কোমাতেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর রেনাল প্যারামিটারে অবনতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে হাসপাতাল।

Published by
News Desk

নয়াদিল্লি : গভীর কোমাতেই রয়েছেন তিনি। রয়েছেন ভেন্টিলেটর সাপোর্ট-এ। এভাবেই রয়েছেন বেশ কদিন হল। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্বন্ধে বুধবার জানাতে গিয়ে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয় তিনি যেমন গভীর কোমায় ছিলেন, তেমনই রয়েছেন। তাঁর ফুসফুসের চিকিৎসা চলছে। তবে এদিন তাঁর রেনাল প্যারামিটারে সামান্য অবনতি লক্ষ্য করা গেছে। হাসপাতালের তরফেই তা জানানো হয়েছে। তবে তা খুব উদ্বেগের বলে জানানো হয়নি।

গত সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। সেই দল প্রণববাবুকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছে। তাঁকে যখন গত ১০ অগাস্ট হাসপাতালে আনা হয়েছিল তখন তাঁর করোনাও ধরা পড়েছিল। তারপর গত ১৬ দিন ধরে তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন। তাঁর পরিবারও উদ্বেগের মধ্যেই কাটাচ্ছে। কংগ্রেসের তরফ থেকেও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর চলছে।

গত ১০ অগাস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর করোনাও ধরা পড়ে। এদিকে মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় দ্রুত তা বার করতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার ঠিকঠাক হলেও তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখানেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১০ অগাস্ট হাসপাতালে আনার পর তাঁর করোনা ধরা পড়ার পর কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই জানান তিনি যেহেতু করোনা পজিটিভ তাই তার আগের এক সপ্তাহের মধ্যে যাঁরাই তাঁর সংস্পর্শ এসেছিলেন তাঁরা যেন নিজেদের আলাদা করে নেন। দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেন। প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি হওয়া ছাড়াও দেশের অর্থমন্ত্রীর পদ সামলেছেন একাধিকবার। তাঁকে এখনও কংগ্রেসের কৌটিল্য বলেই ধরে নেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই উদ্বেগে বীরভূমের মানুষ। উদ্বেগে গোটা বাংলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk