Entertainment

ভালবেসে প্রভাসকে পিঠে জায়গা করে দিলেন তরুণী

Published by
News Desk

বাহুবলী-র পর প্রভাসের চাহিদা আকাশচুম্বী। মহিলামহলে তাঁকে নিয়ে স্বপ্ন দেখার শেষে নেই। বাহুবলী সিরিজের ছবি দুটির পর প্রভাসের ভক্ত সংখ্যাও বেড়েছে। ভারতের কোণা কোণা থেকে মহিলারা প্রভাসকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছেন। অনেকে তো ধরাছোঁয়ার বাইরে জেনেও সোশ্যাল সাইটে প্রভাসকে বিয়ে করতে চাওয়ার কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি এমনই এক প্রভাস অনুরাগিণীর একটি ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। যেখানে ওই তরুণী তাঁর সারা পিঠ জুড়ে শুধু প্রভাসের মুখের ট্যাটু করিয়েছেন। প্রভাসের প্রেমে হাবুডুবু খান এমন অনেক মেয়েই আছেন। তবে কোনও মহিলার পিঠেও যে তিনি জায়গা করে নিতে পারেন তা বোধহয় দক্ষিনী হার্টথ্রব প্রভাস নিজেও ভাবতে পারেনি।

Share
Published by
News Desk