World

প্রেমিকের সামনে বাতকর্ম চেপে রেখে হাসপাতালে জায়গা হল তরুণীর

তিনি একটু লাজুক প্রকৃতির। প্রেমিকের সঙ্গে ছিলেন। জায়গাটাও বিমানবন্দর। সব মিলিয়ে তিনি জোর করে চেপে রেখেছিলেন বাতকর্ম। তাতেই হল বিপত্তি।

Published by
News Desk

প্রাকৃতিক নিয়মে শরীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপ আটকে রাখা যে কতটা বিপজ্জনক হতে পারে তা এক তরুণীর পরিণতি দেখলেই বোঝা যায়।

২১ বছরের ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে ছিলেন। একটি গানের অনুষ্ঠান দেখতে তাঁদের শহরে আসা। তরুণী যখন প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে তখন তিনি অনুভব করেন যে তাঁর বাতকর্ম হওয়ার উপক্রম হয়েছে।

কিন্তু প্রেমিকের সামনে এভাবে অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হতে তিনি একদম চাননি। তরুণীর মনে হয় এতে লজ্জার শেষ থাকবে না। তাই তিনি অতি কষ্টে বাতকর্ম চেপে রাখেন। কিন্তু তাতেই হয় বিপত্তি।

তরুণী বাতকর্ম চেপে রাখার কিছুক্ষণের মধ্যই তাঁর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। এতটাই যন্ত্রণা হয় যে তিনি দাঁড়িয়েও থাকতে পারছিলেননা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লজ্জার কথা মাথায় রেখে এভাবে বাতকর্ম আটকে যে হাসপাতালে যেতে হতে পারে তা কল্পনাও করতে পারেননি ওই ব্রাজিলীয় তরুণী। ঘটনাটি ঘটে পর্তুগালের একটি বিমানবন্দরে।

এই একই ঘটনা কিন্তু চলতি বছরেই ঘটেছে এক ব্রাজিলীয় গায়িকার সঙ্গেও। পোকা নামে ওই গায়িকাও একইভাবে বাতকর্ম চেপে রাখার চেষ্টা করেন। তাতে ভোরে তাঁর পেটের যন্ত্রণা শুরু হয়। পরে তাঁকেও হাসপাতালে নিয়ে যেতে হয়।

এটা যে কতটা ক্ষতিকর তা হাতেনাতে প্রমাণ পেলেন ভিক্টোরিয়া নামে ওই ব্রাজিলীয় তরুণীও। এই ঘটনা কিন্তু বিশ্বজুড়েই মানুষের জন্য একটি বার্তা হয়ে রইল। অনেকেই স্থান, কাল, পাত্র দেখে বাতকর্ম চাপার চেষ্টা করেন। তা কিন্তু আখেরে ভয়ংকর হয়ে উঠতে পারে।

Share
Published by
News Desk
Tags: Portugal

Recent Posts