Entertainment

এটা ছাড়া নায়ক নায়িকাদের চলেনা, বলিউডকে সেটা চিনিয়েছিলেন পুনম ধিঁলো

অভিনেত্রী হিসাবে পুনম ধিলোঁ বলিউডে একটা সময় একের পর এক হিট উপহার দিয়েছেন। সেই সঙ্গে বলিউডকে এমন এক উপহার দিয়েছেন যা ছাড়া নায়ক নায়িকাদের চলেনা।

Published by
News Desk

নায়ক নায়িকাদের জীবনের সঙ্গে এটা জড়িয়ে গিয়েছে। এটা ছাড়া তাঁদের আউটডোরে অভিনয় অসম্ভব হয়ে উঠেছে। প্রয়োজকরা তো এটা ব্যবহারের জন্য রাখেনই। সেই সঙ্গে এখন অনেক নায়ক নায়িকা ব্যক্তিগতভাবেও এটি কিনে রাখেন।

অথচ এমন কিছু যে সঙ্গে থাকতে পারে তাই একসময় বলিউড ভাবতে পারত না। বলিউডকে এটার ব্যবহার প্রথম সেখান অভিনেত্রী পুনম ধিলোঁ। ত্রিশূল, নুরি, ইয়ে ওয়াদা রাহা, তেরি কসম, সোহনি মহিবাল, তেরি মেহেরবানিয়া সহ এমন বহু সিনেমায় পুনম ধিলোঁ নায়িকা হিসাবে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

তিনি একবার বিদেশে শ্যুটিং করার সময় সেখানে অভিনেতা অভিনেত্রীদের ট্রলার ভ্যান ব্যবহার করতে দেখেন। তা দেখার পর দেশে ফিরে তিনি একটি বাস কিনে সেটির খোলনলচে বদলে ফেলেন।

বাসটিকে বদলে তাতে সাজার জায়গা, পোশাক বদল করার জায়গা, বিশ্রাম নেওয়ার জায়গা, টয়লেট সহ নানা সুবিধার ব্যবস্থা করেন। তারপর সেটির নাম দেন ভ্যানিটি। সেটি নিয়েই তিনি আউটডোরে শ্যুটিংয়ে যেতে শুরু করেন।

এমন একটা ভ্যান যে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে থাকতে পারে সে সম্বন্ধে তখন কোনও ধারনাই বলিউডের ছিলনা। পুনম ধিলোঁকে দেখে সকলে অবাক হয়ে যান।

আগে সিনেমার আউটডোরের সময় মহিলা শিল্পীদের সবচেয়ে বড় সমস্যা হত পোশাক পরিবর্তন ও টয়লেটের প্রয়োজন নিয়ে। এজন্য তাঁদের শ্যুটিংয়ের মাঝেই হোটেলে ফিরতে হত। পুরুষ অভিনেতারা অবশ্য গাড়িতেই পোশাক বদলে নিতেন।

ভ্যানিটি নিয়ে যাওয়ায় পুনমকে আর হোটেলে ফিরতে হতনা। যদিও প্রাথমিকভাবে সেটি আদৌ প্রয়োজন কিনা তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। কিন্তু দ্রুত সেটির সুবিধা বুঝতে পেরে প্রযোজকেরা আউটডোর শ্যুটিংয়ের সময় একটি করে এমন ভ্যান রাখা শুরু করেন। যেগুলির পুনম ধিলোঁ নাম দেন ভ্যানিটি ভ্যান।

সেই থেকে পুনম ধিলোঁর হাত ধরে ভ্যানিটি ভ্যান বলিউডে জনপ্রিয়তা পেল। আর এখন তো আউটডোর শ্যুটিং ভ্যানিটি ভ্যান ছাড়া অভিনেতা অভিনেত্রীরা ভাবতেই পারেননা। যা বলিউডকে চিনিয়েছিলেন অভিনেত্রী পুনম ধিলোঁ। এটা তাঁর বলিউডে এক বড় অবদান হয়ে থেকে যাবে চিরদিন।

Share
Published by
News Desk