Entertainment

অসুস্থ সহ-অভিনেত্রীর পাশে দাঁড়ালেন সলমন খান

Published by
News Desk

ভালো নেই তাঁর একসময়ের সহ-অভিনেত্রী। শরীরে বাসা বেঁধেছে যক্ষ্মা। তাই স্বামী, শ্বশুরবাড়ি ত্যাগ করেছে তাঁকে। নিজের চিকিৎসা করার রসদটুকুও হাতে নেই। এই খবর কানে এসে পৌঁছতেই নড়েচড়ে বসলেন সলমন খান।

১৯৯৫-তে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীরগতি’-র অভিনেত্রী পূজা দাদওয়ালের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। কপর্দকশূন্য হয়ে ক্ষয়রোগে ধুঁকতে থাকা পূজার পাশে দাঁড়ালেন তিনি ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’।

৯০-এর দশকে তাঁর ছবির অভিনেত্রী যে এইরকম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তা জানা ছিল না সলমনের। সেকথা হয়ত বুঝতে পেরেছিলেন অসুস্থ পূজা। তাই সম্প্রতি সলমনের কাছে অর্থ সাহায্য চেয়ে একটি ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিও নজরে আসতে প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভোজপুরি ও বলিউড অভিনেতা রবি কিষাণ। এক সহযোগীর মাধ্যমে মুম্বইয়ের শিভদি হাসপাতালে চিকিৎসাধীন পূজাকে অর্থ ও ফুল পাঠান তিনি। এবারে পূজার শারীরিক অবস্থার অবনতির কথা জানতেই এগিয়ে এলেন সলমন।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, পূজার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যক্ষ্মা আক্রান্ত অভিনেত্রীকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন সলমন খান।

Share
Published by
News Desk