Entertainment

নবাবের ঘরণীই পূজা, সমস্ত জল্পনার অবসান

Published by
News Desk

নবাব শাহের সঙ্গে তাঁর গাঁটছড়া বাঁধা কী হয়ে গেছে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে। তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবি এই প্রশ্নে ঘৃতাহুতি দিয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বলিউড অভিনেত্রী পূজা বাত্রা জানিয়ে দিলেন তিনি নবাব শাহকে বিয়ে করেছেন। ফলে এতদিন যে ঢাক ঢাক গুড় গুড় চলছিল তাতে যবনিকা পতন হল। যাঁরা চর্চা চালিয়ে যাচ্ছিলেন তাঁরাও নিশ্চিন্ত হলেন।

বিয়ের পর বন্ধুদের সঙ্গে ছবি যেমন একদিকে নবাব শাহ সোশ্যাল সাইটে পোস্ট করেছেন, তেমনই পূজা বাত্রাও। কদিন আগেও কিন্তু একটা প্রশ্ন সোশ্যাল সাইটে ঘুরছিল যে তবে কী বিয়েটা করেই ফেললেন পূজা বাত্রা ও নবাব শাহ? যদিও পূজা বা নবাব কেউই তখন এ নিয়ে কোনও কিছু জানাননি। কিন্তু খবর ছড়িয়েছিল যে পূজা বাত্রা এবং নবাব শাহ লুকিয়ে বিয়ে করে ফেলেছেন। কদিন ধরেই পূজা এবং নবাব সোশ্যাল মিডিয়ায় এমন সব ছবি শেয়ার করছেন তাতে এই ধারণা করাটা খুব ভুলও হয়তো ছিলনা। তবে এটা গুজব নাকি এটা সত্যি, সে রহস্যের খোলসা দুজনের কেউ তখন করেননি। অবশেষে বিয়ের কথা স্বীকার করে নিলেন পূজা বাত্রা ও নবাব শাহ।

৯০-এর দশকের হিট সিনেমা ‘হাসিনা মান জায়েগি’, ‘নায়ক’, ‘বিরাসত’-এ দেখা গেছে পূজা বাত্রাকে। এই বলিউড সুন্দরী অবশ্য এখন বিশেষ অভিনয় করেননা। কিন্তু পূজা বাত্রা নামটা এখনও অনেকের মনেই তাজা। সেই অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সম্প্রতি অভিনেতা নবাব শাহের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন। সেসব ছবি থেকে অনেকটাই পরিস্কার ছিল যে তাঁরা বিয়ে করেছেন।

নবাব শাহকে পূজা বাত্রা বিয়ে করলেও এটা তাঁর প্রথম বিয়ে নয়। দ্বিতীয় বিয়ে। এর আগে বিদেশে কর্মরত এক ভারতীয় চিকিৎসক সোনু এস আলুওয়ালিয়াকে বিয়ে করেছিলেন তিনি। পূজা ২০০২ সালে বিয়ে করেন তাঁকে। সেই বিয়ে ২০১১ সালে ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পর এবার ফের সংসার পাতলেন বলিউডের এক সময়ের সুন্দরী এই নায়িকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Pooja Batra

Recent Posts