কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পায়রা, প্রতীকী ছবি
মানুষ অঙ্ক করতে পারে। বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণি হিসাবে শুধু অঙ্ক করতেই পারেনা, তারা মনেও করে যে আর কোনও প্রাণির পক্ষে অঙ্ক করা সম্ভব নয়। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বিশেষজ্ঞেরা পরীক্ষা করে দেখেছেন পায়রারা অঙ্ক করতে সিদ্ধহস্ত। এমনকি বাঁদররা যে অঙ্ক বুঝতে পারে, পায়রা তার ছোট্ট মাথা নিয়েও সেটাই বুঝতে পারে। অঙ্কটা করে দিতে পারে।
পায়রা অঙ্ক করতে পারে এটা বোঝা গেল কীভাবে? এজন্য বিজ্ঞানীরা কয়েকটি পায়রাকে নিয়ে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটা হয়েছিল প্রায় ১৩ বছর আগে। সেখানে কয়েকটি ছবি পায়রাদের সামনে রাখা হয়।
ছবিগুলিতে নানা ধরনের জিনিসের ছবি ছিল। এক একটি ছবিতে এক এক রকম সংখ্যার জিনিসের ছবি ছিল। দেখা যায় কম সংখ্যক জিনিসের ছবি থাকা ছবি থেকে বেশি সংখ্যক জিনিসের ছবিকে পরপর সাজাতে পায়রাদের অসুবিধা হয়নি।
বরং সঠিকভাবে তা তারা সাজাতে পারে। তা থেকেই বিজ্ঞানীদের কাছে পরিস্কার হয়ে যায় গুনে বুঝে কম থেকে বেশি বোঝার ক্ষমতা পায়রাদের আছে। যা অবশ্যই তাঁদেরকেও হতবাক করেছিল।
কিন্তু এটাও বোঝা গিয়েছিল যে কেবল গম আর দানা খাওয়া একটা মামুলি পাখি ভেবে পায়রাকে যতটা হেলায় নেয় মানুষ, তারা ততটা বোধহয় হেলাফেলার পাখি নয়। তাদেরও গণনা ক্ষমতার মত বুদ্ধি রয়েছে। আর তাতে তারা বেশ সঠিকও।