World

বিশ্বের ২ প্রান্তে মাংখুট, ফ্লোরেন্সের দাপটে বাড়ছে মৃতের সংখ্যা

Published by
News Desk

২টি ঝড় তাণ্ডব চালাল বিশ্বের বিভিন্ন জায়গায়। টাইফুন মাংখুটকে বলা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ঝড়। এর আঘাতে ফিলিপিন্সে প্রবল ধস নামে। ধসে চাপা পড়ে প্রাণ গেছে কমপক্ষে ১০০ জনের। বহু গাছ ভেঙে পড়েছে। অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শহরের পরিস্থিতি যদিও বা জানা যাচ্ছে তো গ্রামাঞ্চলের ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। এদিকে চিনে ঢোকার আগে হংকং –এ তাণ্ডব চালিয়েছে এই ঝড়। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শতাধিক। চিনের গোয়াংদং প্রশাসন সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে। ইতিমধ্যেই চিনে মাংখুটের দাপটে ৪ জনের প্রাণ গেছে। আহত বেশ কয়েকজন।

এদিকে আমেরিকার উত্তর ক্যারোলিনায় আছড়ে পড়া হ্যারিকেন ফ্লোরেন্সের দাপটে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। ১৫ হাজার মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ৯০০ জনকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। এদিকে ফ্লোরেন্সের দাপটে বন্যা পরিস্থিতি রীতিমত চিন্তায় ফেলেছে উত্তর ক্যারোলিনার প্রশাসনকে।

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts