World

‘মহিলাদের যোনি’-তে গুলি করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

Published by
News Desk

হত্যা করা হবে না। কেবল তাঁদের যোনিতে গুলি করে ছেড়ে দেওয়া হবে। কারণ যোনি ছাড়া নারী অস্তিত্বহীন। প্রকাশ্যে এমনই এক শিউরে ওঠা নির্দেশ দিয়ে খবরের শিরোনামে উঠে এলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। ফিলিপিন্সের বিদ্রোহী মহিলা গেরিলা বাহিনীর সঙ্গে এমন ব্যবহারেরই নির্দেশ দিয়েছেন তিনি। সেনাকে দেওয়া এই নির্দেশের পরই দুতার্তেকে নারীবিদ্বেষী ও মাচো ফ্যাসিস্ট বলে বিঁধেছেন অনেকে। যদিও তাতে তাঁর কিছু যায় আসেনি।

এক সপ্তাহ আগে ফিলিপিন্সের মালাকানাঙ্গে ভাষণ দেওয়ার সময় বারবার বিদ্রোহী মহিলাদের যোনিতে গুলির প্রসঙ্গ টেনে আনেন তিনি। একটি রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন ভয়ংকর নির্দেশ শুনে থ গোটা বিশ্ব। এদিকে বক্তব্য রাখার পরই সরকারি স্তরে রাষ্ট্রপতির ভাষণের লিখিত কপি থেকে এই যোনি শব্দটি বাদ দেওয়া হয়। কিন্তু ভিডিও ও অডিও রেকর্ড রয়ে যায় অনেকের কাছে। রাষ্ট্রপতির এহেন ভয়ংকর নির্দেশ সামনে আসার পরই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ফিলিপিন্সের নারী সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলি। তাঁদের দাবি স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে এমন নির্দেশ পেলে সেনাবাহিনী মহিলা বিদ্রোহীদের সঙ্গে যৌন অত্যাচারে উৎসাহ পাবে। যা বিশ্ব মানবাধিকার আইনের পরিপন্থী।

Share
Published by
News Desk