World

জ্যান্ত কুমিরকে পুতুল ভেবে কাছে যেতেই পর্যটক বুঝলেন ভুল করেছেন, এরপরই আসল ঘটনা

একটি কুমিরকে অনেকক্ষণ ধরে দেখে এক পর্যটকের মনে হয়েছিল কুমিরটি আসলে প্লাস্টিকের পুতুল। কিন্তু কাছে যেতেই ভুল ভাঙল। বাকিটা ইতিহাস।

Published by
News Desk

চিড়িয়াখানায় কুমির যেখানে রয়েছে সেখানে জালের ধারে ছিলেন তিনি। যেখান থেকে অন্য পর্যটকেরাও কুমির দেখছিলেন। তিনিও প্রথমে দেখছিলেন। কুমির তো নড়ছে না! বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওই পর্যটকের মনে হয় কুমিরটি মোটেও জ্যান্ত নয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্লাস্টিকের কুমির ওভাবে সাজিয়ে রেখেছে। প্লাস্টিকের কুমির যখন তখন তো তার ওপর চড়াও যায়, ছবিও তোলা যায়! এই ভেবে হঠাৎই ওই যুবক কুমিরের জন্য ঘেরা জায়গায় প্রবেশের জন্য জাল বেয়ে উঠতে শুরু করেন।

অনেক পর্যটকই তাঁকে থামতে বলেন। কিন্তু তিনি জাল টপকে মোবাইল ক্যামেরা হাতে কুমিরের ডেরায় নেমে কুমিরের কাছে চলে যান। এতক্ষণ কুমিরটি নড়াচড়া না করলেও এবার সে নড়ে বসে।

যতক্ষণে ওই যুবক বুঝতে পারেন যে তাঁর ভুল হয়ে গেছে ততক্ষণে কুমির একেবারে কাছে। আর ফেরার পথ নেই। এদিকে কুমিরও এসে কামড়ে ধরে তাঁর হাত।

তিনি ছাড়ানোর চেষ্টা করলেও তাতে কুমিরের শক্তির সঙ্গে তিনি এঁটে উঠতে পারেননি। বরং তাঁকে টেনে জলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমিরটি।

এটা দেখার পর ওই কুমিরটির দেখভালের দায়িত্বে যিনি ছিলেন সেই চিড়িয়াখানার কর্মী সময় নষ্ট না করে নিজেও জাল টপকে কুমিরের ডেরায় ঢুকে পড়েন। তিনি চেষ্টা করলেও কুমির নাছোড়।

এটা দেখার পর ওই কর্মী একটি শক্ত জিনিস দিয়ে কুমিরের মাথায় আঘাত করেন। যাতে সে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়। সেটাই হয়ও। হাত ও পা কুমিরের কামড়ে রক্তাক্ত অবস্থায় পর্যটককে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের কাবুক দ্বীপের ম্যানগ্রোভ অ্যান্ড ওয়েটল্যান্ড পার্ক-এ।

Share
Published by
News Desk
Tags: Philippines

Recent Posts