World

ম্যানিলার ক্যাসিনোয় বন্দুকবাজের হামলা, দমবন্ধ হয়ে মৃত ৩৬

Published by
News Desk

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার ক্যাসিনোতে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৩৬ জনের। বেশ কয়েকজন পদপিষ্ট হয়েছেন বলেও খবর। ম্যানিলার বিমানবন্দরে যাওয়ার রাস্তার ওপরই রয়েছে বিশ্বমানের হোটেল রিসর্টস ওয়ার্ল্ড ম্যানিলা। হোটেলের মধ্যেই রয়েছে ক্যাসিনো। ম্যানিলা পুলিশের দাবি, শুক্রবার ভোররাতের দিকে সেখানে স্বয়ংক্রিয় এম-৪ অ্যাসল্ট রাইফেল নিয়ে হানা দেয় ১ বন্দুকবাজ। ঢুকেই ক্যাসিনোর মেশিন, টিভি লক্ষ্য করে গুলি চালায় সে। তারপর ক্যাসিনোর একটি গ্যাম্বলিং মেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুলির শব্দ আর প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্কিত হয়ে শুরু হয় ছোটাছুটি। বহু মানুষ তখনই পদপিষ্ট হয়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। এদিকে ৫ ঘণ্টা ধরে তন্নতন্ন করে খোঁজার পর হোটেলের পাঁচতলায় একটি ঘর থেকে উদ্ধার হয় বন্দুকবাজের পোড়া দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, নিজেই পেট্রোলে কম্বল ভিজিয়ে তা গায়ে ঢেকে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। ফলে পুড়ে মৃত্যু হয় তার। ঘটনার পরই জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু ম্যানিলা পুলিশ এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। তাদের অনুমান, এটা সন্ত্রাসবাদী হামলা নাও হতে পারে। ওই ব্যক্তি ক্যাসিনোর জুয়া খেলার চিপ চুরি করতেও ঢুকে থাকতে পারে। কারণ সে কোনও ব্যক্তিকে গুলি করেনি। গুলি চালিয়েছিল টেলিভিশন লক্ষ্য করে। ক্যাসিনো মেশিন লক্ষ্য করে। অর্থাৎ ভয় দেখানোই ছিল তার আসল উদ্দেশ্য। তবে তদন্ত না হলে ঠিক কী কারণে এই বন্দুকবাজের ক্যাসিনোতে হামলা তা পরিস্কার হবে না।

 

Share
Published by
News Desk