World

তীব্র মাত্রার কম্পন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Published by
News Desk

কম্পনের মাত্রা ছিল ৬.৪। প্রবল ভূমিকম্পের কোটায় পড়ে এই কম্পন মাত্রা। স্থানীয় সময় সন্ধে ৭টা ৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়। সেই ছিল ৬.৪ মাত্রার কম্পন। এই কম্পনের পরও ২৪৬টি আফটার শক অনুভূত হয়েছে কিছু ঘণ্টার মধ্যে। ভূমিকম্পটি ঘটেছে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে। মাটির ১৫ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। যে আফটার শকগুলি হয় তারমধ্যে একটির কম্পন মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

ভূমিকম্পের জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ৬ জনের মৃত্যুর খবর মিললেও বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ৬০ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেক জায়গায় নগরের প্রায় প্রত্যেকটা বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ফলে সেসব ধ্বংসস্তূপের মধ্যে যে কত মানুষ চাপা পড়ে আছেন তা পরিস্কার নয়। একটি শপিং মলেও কম্পনের জেরে আগুন ধরে যায়।

মৃতের সংখ্যা নিয়ে বিশেষ মুখ খুলছে না প্রশাসন। তবে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত ফিলিপিন্সে বছরে প্রায় ৭ হাজার কম্পন অনুভূত হয়। যার অধিকাংশই হয় মৃদু বা মাঝারি মাপের। তাতে বড়সড় ক্ষতি হয়না। কিন্তু চলতি বছরে অনেকগুলি কম্পনের মাত্রাই ৫ পার করেছে। যা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts