National

ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

Published by
News Desk

নতুন বছরে ফের পেট্রোল, ডিজেলের দাম বাড়াল তেল সংস্থাগুলি। তেল সংস্থাগুলির তরফে ইন্ডিয়ান অয়েল এদিন জানায়, বিদেশি বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সেই কারণেই ভারতীয় বাজারে তেলের দাম বাড়ানো হচ্ছে। লিটার প্রতি পেট্রোলের দাম ৪২ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ১টাকা ৩ পয়সা বাড়ানো হয়েছে। এই নিয়ে টানা ৪ বার বাড়ল পেট্রোলের দাম। অন্যদিকে টানা ৩ বার ডিজেলের দাম। প্রসঙ্গত বিদেশি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসের ১৫ ও ৩০ তারিখ জ্বালানি তেলের নয়া দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি। অবশ্য কখনও কখনও সেই তারিখে বদল হয়। এদিনের বর্ধিত দাম রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে।

 

Share
Published by
News Desk