ফাইল : পেট্রলপাম্প, ছবি - আইএএনএস
পেট্রোল বা ডিজেলের দাম কমলে সাধারণ মানুষে সরাসরি কোনও সুবিধা হয় কি? তাঁদের পকেটের খরচ কমে কি? উত্তরটা না। কারণ যাঁরা গাড়ি বা বাইক চড়েন না, যাঁদের নিজস্ব কোনও যান নেই, তাঁদের তো আর পেট্রোল, ডিজেল কিনতে হয়না। তাই সে প্রশ্ন উঠছে না।
কিন্তু তার পরেও পেট্রোল বা ডিজেলের দাম কমলে সাধারণ মানুষ খুশি হন। কারণ এর পরোক্ষ প্রভাবে তাঁদের পকেট কিছুটা হলেও স্বস্তির আশা করে।
ভোটের মুখে শুক্রবার থেকে দাম কমল পেট্রোল ও ডিজেলের। কেন্দ্রের তরফে এই দাম কমানো হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডলে এই দাম কমানোর কথা ঘোষণা করেন।
মন্ত্রী এও লেখেন যে, এই দাম কমানোর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার প্রমাণ করলেন যে কোটি কোটি ভারতীয় পরিবারের কল্যাণ ও সুবিধা বৃদ্ধি তাঁর লক্ষ্য। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা করে কমিয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পেট্রোল বা ডিজেলের দাম কমলে পরিবহণের খরচ কমবে। এতে পণ্যপরিবহনের খরচও কমবে। যা আদপে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারে।
কারণ পরিবহণ খরচ কমলে আনাজপাতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খরচ কমে। পরিবহণ খরচ বাবদ যে দাম বৃদ্ধি হচ্ছে তা কমলে সাধারণ মানুষের পকেটও বাঁচবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…