Business

কমতে পারে পেট্রোল, ডিজেলের দাম, কবে নাগাদ কত টাকা কমবে মিলল ইঙ্গিত

গ্যাসের দামে ভর্তুকি ঘোষণা করে ইতিমধ্যেই গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র। এবার পেট্রোল, ডিজেলের ক্ষেত্রেও এমনটা করতে পারে তারা। কবে নাগাদ কত টাকা কমবে মিলল ইঙ্গিত।

Published by
News Desk

গ্যাসের দামের ওপর ২০০ টাকা করে ভর্তুকি দিয়ে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। হাজারের ওপর ছড়ি ঘোরানো গ্যাসের দাম এখন হাজারের নিচে নেমে এসেছে। এবার পেট্রোল ও ডিজেলের দামেও তেমনই এক সুরাহা দিতে পারে কেন্দ্র। এমনই ইঙ্গিত দিল জেএম ফিনান্সিয়াল ইন্সটিটিউশনাল সিকিউরিটি নামে সংস্থা।

এই সংস্থা হিসাব কষে মনে করছে পেট্রোল ও ডিজেলে এই দাম কমা হয়তো মাস দুয়েকের মধ্যেই ঘটতে পারে। কিন্তু মাস দুয়েকই কেন? সংস্থা মনে করছে দিওয়ালীর আশেপাশে কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করতে পারে।

সংস্থার অনুমান, লিটার প্রতি পেট্রোল ও ডিজেলে ৩ থেকে ৫ টাকা কমতে পারে দাম। যা কিন্তু সার্বিক দিক থেকে বিশাল অঙ্ক হবে।

এমনিতেই গ্যাসের দামে ভর্তুকি ঘোষণার পর কেন্দ্রের মোটা অঙ্কের টাকা গ্যাসের জন্য খরচ বেড়েছে। সেই বোঝা দিওয়ালীর আশপাশে আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম হ্রাসে। তবে এই ঘোষণা হবেই এমন কোনও নিশ্চয়তা সংস্থা দেয়নি। পুরোটাই অনুমান।

জেএম ফিনান্সিয়াল ইন্সটিটিউশনাল সিকিউরিটি নামে সংস্থা মনে করছে আগামী নভেম্বর ডিসেম্বরে বিধানসভা নির্বাচন রয়েছে কয়েকটি রাজ্যে। এই বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে চাইবে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার।

কারণ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে কার্যত ক্ষমতার অ্যাসিড টেস্ট এই বিধানসভা নির্বাচনের ফলে অনেকটা হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts