Categories: National

দু’মাস পর কমল পেট্রোল, ডিজেলের দাম

Published by
News Desk

কমল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দাম ৭৪ পয়সা প্রতি লিটার কমিয়েছে রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি। কমেছে ডিজেলের দামও। লিটার প্রতি ডিজেলের দাম ১ টাকা ৩০ পয়সা করে কমানো হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। টানা দু’মাস পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলছিল। অবশেষে তা এদিন ফের কমল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমায় এদিন দেশীয় বাজারে দাম কমালো রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি। তেলের দাম ফের কমায় কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

Share
Published by
News Desk

Recent Posts