National

পেট্রোল, ডিজেলের দাম কমল, ১৬ জুন থেকে প্রতিদিন বদলাবে দাম

Published by
News Desk

১৫ দিন অন্তর পেট্রোল, ডিজেলের দাম পরিবর্তনের পরম্পরার সমাপ্তি হল এদিন। ১৬ জুন থেকে প্রতিদিন আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা ও ডলারের সাপেক্ষে টাকার মূল্যের ভিত্তিতে পেট্রোল, ডিজেলের দাম নির্ধারিত হবে। সহজ কথায় প্রতিদিন বদলাবে তেলের দাম। যা সাতসকালেই নির্ধারিত হবে। তার আগে এদিন, ১৫ জুন ছিল মাসের ১৫ তারিখে তেলের দাম বদলানোর পুরনো নিয়মের শেষ দিন। এদিন তেলের দাম কমাল রাষ্ট্রায়ত্ত ৩ তেল সংস্থা। পেট্রোলের দাম লিটার প্রতি ১ টাকা ১২ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা ২৪ পয়সা করে কমেছে।

 

Share
Published by
News Desk

Recent Posts