Entertainment

সোনমের ‘পেটা’ পুরস্কার

Published by
News Desk

তিনি ভেগান। সকলকে ভেগান হতে উদ্বুদ্ধও করেন। পশুর চামড়া দিয়ে তৈরি কোনও দ্রব্য ব্যবহার করেননা। বিভিন্ন পশুপাখির সাহায্যে হাত বাড়িয়ে দেন। তিনি ভারতীয় সিনেমা জগতের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী সোনম কাপুর। যাঁকে ২০১৮ সালের পার্সন অফ দ্যা ইয়ার হিসাবে বেছে নিয়েছে পিপল ফর দ্যা এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস বা ‘পেটা’। পশুর অধিকার নিয়ে কাজ করা বিশ্বের অন্যতম সংস্থা পেটা-র ভারতীয় শাখা সোনমকে এই বছর তাদের তরফে দেওয়া সম্মানের জন্য বেছে নিয়েছে।

তবে পেটা থেকে পুরস্কার সোনম কাপুরের জীবনে এই প্রথম নয়। ২০১৬ সালে তাঁকে দেশের হটেস্ট ভেজিটেরিনিয়ান সেলেব্রিটি হিসাবে বেছে নিয়েছিল পেটা ইন্ডিয়া। তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালে অহিংস ব্যাগ ব্যাবহারের জন্য কমপ্যাসনেট বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয় তাঁকে। এ বছর দেওয়া হল পার্সন অফ দ্যা ইয়ার-এর সম্মান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Sonam Kapoor

Recent Posts