World

বেনজির ভুট্টো হত্যায় মুশারফকে পলাতক ঘোষণা করল পাক আদালত

Published by
News Desk

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলায় বিপাকে পড়লেন পাকিস্তানের প্রাক্তন সেনা শাসক পারভেজ মুশারফ। প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত এক বছর ধরে দুবাইতে। তার আগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চলছিল। তাঁকে গৃহবন্দি করেও রাখা হয়েছিল। এবার বেনজির ভুট্টো হত্যাতেও জড়িয়ে গেলেন তিনি। তাঁকে পলাতক হিসাবে ঘোষণা করেছে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত।

২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে গুলিবিদ্ধ হন বেনজির ভুট্টো। সেই ঘটনার তদন্তে ২০০৯ সালে নাম জড়ায় পারভেজ মুশারফের। তদন্ত শুরু হয়। অবশেষে ভুট্টো হত্যার ১০ বছর পর পারভেজ মুশারফকে পলাতক অপরাধী হিসাবে ঘোষণা করা এবং এই ঘটনায় জড়িত থাকার জন্য রাওয়ালপিন্ডির তৎকালীন ২ পুলিশ কর্তাকে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশে খুশি বেনজির ভুট্টোর পরিবার। পাক সামরিক শাসক পারভেজ মুশারফের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

Share
Published by
News Desk

Recent Posts