SciTech

খোঁজ মিলল সবচেয়ে ভারী প্রাণির, তবে নীল তিমি নয়

বিশ্বের সবচেয়ে বড় প্রাণি এখনও নীল তিমিকেই ধরা হয়। কিন্তু নীল তিমির সেই তকমা হয়তো আর থাকবেনা। কারণ এবার তার চেয়ে অনেক বড় প্রাণির খোঁজ মিলেছে।

Published by
News Desk

এ পৃথিবীতে প্রাণ সৃষ্টির পর বহু প্রাণি জন্ম নিয়েছে। বহুকাল পৃথিবীর বুকে ঘুরে বেরিয়েছে। তারপর এক সময় বিলুপ্তও হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে অধিকাংশ প্রাণির চেহারাই হত অতিকায়। এখন অবশ্য পৃথিবীর বুকে জীবন্ত যেসব প্রাণি রয়েছে তার মধ্যে নীল তিমিই সবচেয়ে বড় চেহারার ও সবচেয়ে ভারি প্রাণি।

মনে করা হয় নীল তিমিই সর্বকালের পৃথিবীর সবচেয়ে ভারী ও বড় প্রাণি। যা অতি বৃহৎ ডাইনোসরদের থেকেও বড় ও ভারী। কিন্তু বিজ্ঞানীরা বলছেন নীল তিমির চেয়েও অনেক বড় চেহারার এক ধরনের তিমি এক সময় জলে দিব্যি ঘুরে বেড়াত।

পেরুর ইকা উপত্যকায় এক অতিকায় হাড়ের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সেই জীবাশ্ম পরীক্ষা করে তাঁরা দেখেছেন তা এক ধরনের তিমি মাছেরই জীবাশ্ম।

তবে তার অস্তিত্ব এখন আর নেই। এই ধরনের তিমি প্রায় ৪ কোটি বছর আগে সমুদ্রের জলে ঘুরে বেড়াত। পেরুসিটাস কোলোসাস নামে এই প্রাণিকে পেরুভিয়ান তিমিও বলা হয়।

বিজ্ঞানীরা এই প্রাণিটির যে জীবাশ্ম উদ্ধার করেছেন তাতে তার হাড় ও মাংসের পরিমাণ দেখে কার্যত চমকে গেছেন তাঁরা। নীল তিমিকে সবচেয়ে বড় বলা হলেও এই জলজ প্রাণির পাশে নীল তিমি অনেকটাই ছোট।

বিজ্ঞানীরা যে জীবাশ্ম উদ্ধার করেছেন তা থেকে তাঁদের ধারনা পেরুসিটাস কোলোসাস-এর ওজন কম করে ১৮০ টন ছিল। কিন্তু তা থেকে এটা প্রমাণ হয়না যে এই পেরুসিটাস কোলোসাস নীল তিমির চেয়েও বড় ছিল। কারণ সবচেয়ে বড় যে নীল তিমির খোঁজ মিলেছে তার ওজন ১৯০ টন।

তবে পেরুসিটাস কোলোসাস-এর জীবাশ্ম পরীক্ষা করার পর বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে এই তিমি জাতীয় জলজ প্রাণির ওজন ৩৪০ টন পর্যন্ত হত। তাই আগামী দিনে নীল তিমির এতদিনের গর্ব শেষ হতে চলেছে। বিশ্বে প্রাণের শুরুর পর সবচেয়ে ভারী ও বড় প্রাণির তকমা যেতে চলেছে পেরুসিটাস কোলোসাস-এর মুকুটে।

Share
Published by
News Desk
Tags: Peru

Recent Posts