Entertainment

মানুষ জওয়ান দেখে হলে নাচছেন ১৭ হাজার কিলোমিটার দূরদেশে, এটা বোধহয় শাহরুখেরও ভাবনার অতীত

ভারতে জওয়ান জনপ্রিয় হয়েছে। লাগোয়া দেশেও জওয়ান ভাল ফল করতেই পারে। কিন্তু এমন এক দেশে জওয়ান দেখতে পাগল মানুষজন যা ভাবনার অতীত।

Published by
News Desk

শাহরুখ খানের সিনেমা ছাড়াও ভারতীয় সিনেমার কদর বেশ কিছু দেশে রয়েছে। প্রতিবেশি দেশগুলি ছাড়াও মধ্যপ্রাচ্য, চিন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়ায় ভারতীয় সিনেমা ভাল ব্যবসা করে। শাহরুখ খানের জওয়ান সিনেমাটিও ভারত ছাড়া বিদেশেও ভাল ফল করছে।

কিন্তু এমন একটা দেশ থেকে এই সিনেমা নিয়ে উন্মাদনার খবর আসছে যা শাহরুখ খানকেও হয়তো অবাক করেছে। সে জন্যই হয়তো বিশেষ করে সে দেশের মানুষকে অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শাহরুখ।

দেশটা পেরু। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে জওয়ান উন্মাদনা তুঙ্গে উঠেছে। পেরুর বাসিন্দারা হলে ভিড় জমাচ্ছেন জওয়ান দেখতে। শুধু দেখাই নয়, সিনেমার ২টি গান নট রামাইয়া ভাস্তাভাইয়া এবং জিন্দা বান্দা-র সঙ্গে উদ্দাম নাচেও মেতে উঠছেন তাঁরা।

হলেই চলছে নাচ। টিকিট পাওয়া যাচ্ছে না জওয়ানের। যা শাহরুখ খানকেও উচ্ছ্বসিত করেছে। তিনি পেরুর মানুষকে এই ভালবাসার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। এভাবেই জওয়ানকে ভালবেসে যেতে অনুরোধও করেছেন শাহরুখ।

পেরুতে এমন মারকাটারি হিট হওয়া ছাড়াও ব্রাজিলে ভাল ফল করেছে জওয়ান। উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতেও জওয়ান সুপারহিট হয়েছে। শাহরুখ খানের এই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ১ হাজার কোটির ব্যবসা করেই ফেলেছে।

৪ বছর সিনেমার পর্দা থেকে দূরে থাকার পর পাঠান দিয়ে প্রত্যাবর্তনেই শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনও বলিউডের রাজা। পাঠানের পর ফের জওয়ানের এমন গগনচুম্বী সাফল্য সেই কথাই আরও একবার প্রমাণ করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk