World

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বিশাল এলাকা, মাত্রা ৭.১

Published by
News Desk

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার পেরু। ব্রাজিল ও বলিভিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। যা খাতায় কলমে তীব্র ভূমিকম্পের তালিকাতেই পড়ে। কম্পনের জেরে পেরু তো বটেই সেইসঙ্গে ব্রাজিল ও বলিভিয়ায় ব্যাপক প্রভাব পড়েছে। মাটির ৩৭৮ মাইল নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

যখন কম্পন অনুভূত হয় তখন পেরুতে স্থানীয় সময় ভোর ৪টে ৪ মিনিট। গোটা দেশটাই প্রায় ঘুমে কাদা। কম্পন অনুভূত হতেই সকলের ধড়মড়িয়ে উঠে বসেন। তারপর সময় নষ্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে আসেন। ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। তবে পেরু বলেই নয় কম্পনের প্রভাব পড়েছে ব্রাজিল ও বলিভিয়াতেও। এমনকি চিলিতেও কিছুটা কম্পন অনুভূত হয়েছে।

Share
Published by
News Desk