World

শরীরে এতটুকুও পোশাক থাকা চলবে না, এটা মানলে তবেই অংশ নেওয়া যাবে এই খেলায়

একটা খেলা। তাতে যে কেউ অংশ নিতে পারেন। কিন্তু শর্ত একটাই। এ খেলায় অংশ নিতে গেলে শরীরে এতটুকুও পোশাক রাখা চলবে না।

৪ ঘণ্টা ধরে সেই খেলায় নিশ্চিন্তে ডুবে থাকতে পারেন। নিজের মত করে সময় কাটাতে পারেন। শর্ত একটাই। এ খেলায় অংশ নিতে গেলে শরীরে এতটুকুও পোশাক থাকলে চলবে না। সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

তবে একটা ছাড় আছে। জুতো পরা যেতেই পারে। কারণ এ খেলা খেলতে গেলে পায়ে জুতো থাকা দরকার। না হলে হড়কে যাওয়ার ভয় থাকে। তাই পায়ে জুতো থাকতে পারে।

কিন্তু জুতোয় পা ঢাকা ছাড়া শরীরের আর কোনও অংশ ঢেকে রাখা যাবেনা। এক টুকরো সুতোও গায়ে থাকলে আর এ খেলায় অংশ নেওয়া যাবেনা।

এমনই এক চমকে দেওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। খেলাটা বোলিং। বোলিং খেলাটা অনেকদিন ধরেই রয়েছে। তবে সকলে এই খেলায় অংশ নেন না। যাঁরা খেলেন বা খেলতে জানেন তাঁরা অবশ্য এই খেলাটি খেলতে খুবই ভালবাসেন।

এই বোলিং নিয়েই প্রতিযোগিতা। যার নাম ‘বলস আউট বোলিং’। আমেরিকার পেনসিলভানিয়ায় হতে চলা এই প্রতিযোগিতায় অংশ নিতে গুনতে হবে ৩০ ডলার। ভারতীয় মুদ্রায় আড়াই হাজার টাকার কিছু বেশি। এতে খেলার চত্বরে প্রবেশ করা যাবে।

সেখানে প্রবেশ করতে হলে সব পোশাক খুলে ফেলতে হবে। তবে উদ্যোক্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে সব অংশগ্রহণকারীর শরীরে পোশাক থাকবেনা এবং কোনও সেই সংক্রান্ত অভব্য আচরণ সহ্য করা হবেনা। কড়া হাতে দমন করা হবে।

যিনি এমন কোনও চেষ্টা করবেন তাঁকে তৎক্ষণাৎ সেখান থেকে বার করে দেওয়া হবে। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, এখানে কোনও ছবি তোলা যাবেনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *