World

আকাশছোঁয়া টুপি পরে পার্কে ঘুরছেন এক ব্যক্তি, দেখে তাজ্জব অন্যরা

ঠিক দেখছেন তো। অনেকের মনে এমন প্রশ্ন এসেছে। কারণ এমন আকাশছোঁয়া টুপি তাঁরা কখনও দেখেননি। এটা পরেও যে ঘোরা যায় তা তাঁদের স্বপ্নের বাইরে।

Published by
News Desk

টুপি পরে তো অনেকেই ঘোরেন। নানা বয়সের মানুষ ঘোরেন। ছোট থেকে বৃদ্ধ, নানাধরনের টুপি মাথায় শোভা পায়। তাই কেউ টুপি পরে গেলে নিশ্চয়ই সকলে ঘুরে দেখবেন না। কিন্তু এক্ষেত্রে তো ঘুরে দেখাই শুধু নয়, অনেকেই থমকে দাঁড়িয়ে পড়লেন এক ব্যক্তিকে দেখে।

যা দেখছেন ঠিক দেখছেন কিনা তা যাচাইও করে নিলেন। বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইলেন ওই ব্যক্তির দিকে, যিনি এমন এক টুপি পরে পার্কে ঘুরছেন যা আকাশছোঁয়া।

লম্বা গাছের মগডাল ছুঁয়ে ফেলছে টুপির মাথা। এ কেমন টুপি! একটা টুপি উচ্চতায় ১৭ ফুট সাড়ে ৯ ইঞ্চি! এমন টুপি কেউ কখনও দেখেননি। গোটা বিশ্বেই দেখেননি। কারণ এমন লম্বা টুপি এই প্রথম তৈরি হল।

পেনসিলভানিয়ার এক ব্যক্তির কয়েক বছরের প্রচেষ্টা এই টুপিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। তিনি প্রথমে কার্ডবোর্ড ব্লক ও ভেলক্রো ব্যবহার করে এমন লম্বা টুপি তৈরির চেষ্টা করেন। কিন্তু তা কিছুটা উঠেই ভেঙে পড়ে।

এরপর তিনি কাঠের ছাল দিয়ে চেষ্টা করেন। তাতেও সফল হননি। কিন্তু জিদ ছাড়েননি। বিশ্বে তখন সবচেয়ে লম্বা টুপির রেকর্ড ১৫ ফুট ৯ ইঞ্চির। সেটা ভাঙতে হবে। এটাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

অবশেষে কাঠের পাতলা টুকরোকে নাট বল্টু দিয়ে আটকে এমন একটি টুপি তৈরি করেন যা ১৭ ফুট সাড়ে ৯ ইঞ্চি উচ্চতার হয়।

সেটা পরে তিনি একটি স্থানীয় পার্কে ঘুরতে বার হলে সকলেই অবাক হয়ে তাঁর দিকে চেয়ে থাকেন। তবে তাঁর স্বপ্ন এতদিনে সফল হয়েছে। এখন তাঁর এই আকাশচুম্বী টুপিই বিশ্বের সবচেয়ে লম্বা টুপির মর্যাদা পাচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts