SciTech

পেঙ্গুইনরাও প্রেম নিবেদন করে, কি দিয়ে করে জানলে চমকে যেতে হয়

মানুষের ক্ষেত্রে তো পুরুষরা গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে। চকোলেটও হতে পারে। পেঙ্গুইনরাও প্রেম নিবেদন করে। উপহারও আনে সঙ্গে।

Published by
News Desk

একজন পুরুষ কোনও নারীকে প্রেম নিবেদন করার জন্য বেছে নেন ফুলকে। আর প্রেম নিবেদনের জন্য সবচেয়ে পছন্দের হয় গোলাপই। আবার চকোলেট দিয়ে বা কোনও দামি উপহার দিয়েও প্রেম নিবেদন নতুন নয়। তবে ফুল আদি এবং অনন্ত।

কিন্তু এমনটা ভাবা ভুল হবে যে প্রেম নিবেদন ব্যাপারটা কেবল মানুষের একচেটিয়া। প্রেম, ভালবাসা পেঙ্গুইনদের মধ্যেও কম নয়। আর এক স্ত্রী পেঙ্গুইনকে সঙ্গী করতে পুরুষ পেঙ্গুইনকেও উপহার দিতে হয়। উপহার দিয়েই প্রেম নিবেদন করতে হয়। পেঙ্গুইনদের ক্ষেত্রে প্রেম নিবেদনের জন্য উপহার কিন্তু একটিই জিনিস।

পুরুষ পেঙ্গুইন অনেক খুঁজে তার পছন্দের স্ত্রী পেঙ্গুইনকে একটি নুড়ি পাথর উপহার দেয়। মুখে করে নুড়ি পাথর এনে সেই উপহার স্ত্রী পেঙ্গুইনকে দিয়ে নিজের প্রেম প্রকাশ করে।

এই প্রেম নিবেদনের জন্য নুড়ি পাথরের ক্ষেত্রে পুরুষ পেঙ্গুইনরা যথেষ্ট সতর্ক থাকে। নুড়ি পাথর হবে মসৃণ নিটোল। এমন মসৃণ নুড়ি খুঁজে নিয়ে আসে তারা।

তারপর তা তার পছন্দের স্ত্রী পেঙ্গুইনকে দিয়ে নিজের ভালবাসার কথা জানায়। তাই যাঁরা মনে করেন প্রেম ভালবাসা বিষয়টি কেবল মানুষের মধ্যেই রয়েছে, তা কিন্তু নয়।

একজন নারীকে সঙ্গী হিসাবে পেতে পেঙ্গুইনদেরও যথেষ্ট পরিশ্রম করতে হয়। তবেই মেলে পছন্দের স্ত্রী পেঙ্গুইন। বরফের দেশের এই নুড়ি পাথর উপহারের নিয়ম কিন্তু বেশ চমকপ্রদ।

Share
Published by
News Desk