Categories: World

শান্তিতে ভারত ১৪১!

Published by
News Desk

ভারতে শান্তি অমিল। অন্তত বিশ্বের শান্তিপূর্ণ সাম্প্রতিক তালিকায় ভারতের অবস্থান সেকথাই বলছে। ইন্সটিটিউট অফ ইকোনমিক্স এণ্ড পিস-এর প্রকাশিত তালিকায় ১৬৩টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪১। বুরুন্ডি, বুরকিনা ফাসোর মত দেশও শান্তিপূর্ণ জীবনের প্রশ্নে ভারতের উপরে অবস্থান করছে। এদিন যে তালিকা আইইপি প্রকাশ করেছে তাতে বিশ্বের সবচেয়ে অশান্ত রাষ্ট্র হিসাবে চিহ্নিত হয়েছে সিরিয়া। তারপরই রয়েছে সাউথ সুদান, ইরাক, আফগানিস্তান ও সোমালিয়া। উল্লেখ্য এই প্রতিটি রাষ্ট্রেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত ও জঙ্গি কার্যকলাপ নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশের মর্যাদা পেয়েছে আইসল্যান্ড। ‌২ নম্বরে রয়েছে ডেনমার্ক ও ৩ নম্বরে অস্ট্রিয়া। সংস্থার দাবি, গতবারের তুলনায় এবার ভারত ২টি স্থান এগিয়েছে। কিন্তু বাস্তবে ভারতে শান্তির অবস্থা আরও খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে। তাহলে কীভাবে এগোল ভারতের অবস্থান? উত্তরে সংস্থা জানিয়েছে, ভারতের কাছাকাছি থাকা অন্যান্য দেশগুলির পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে ভারতের খারাপকেও তারা উপচে গেছে।

Share
Published by
News Desk