World

ভারতীয়দের চেয়ে পাকিস্তানিরা অনেক বেশি সুখী

Published by
News Desk

হতে পারে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আদায় কাঁচকলায়। হতে পারে ভারতে দিনের পর দিন পাকিস্তান জঙ্গিদের মদত দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। হতে পারে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মত অবস্থায় নেই। তবু সুখের নিরিখে পাকিস্তানিরা ভারতীয়দের গোহারান হারিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসংঘের রিপোর্টে দেখা গেছে সুখের নিরিখে ভারতের স্থান পাকিস্তানের অনেক নিচে।

কোন দেশ কত সুখী তার একটি তালিকা প্রতিবছর প্রকাশ করে রাষ্ট্রসংঘ। সেই তালিকায় ১৫৬টি দেশের মধ্যে ভারতের স্থান ২০১৮-তে রয়েছে ১৩৩ নম্বরে। অনেকটাই নিচের দিকে। যেখানে পাকিস্তানের স্থান ৭৫ নম্বরে। ভারতের চেয়ে অনেক আগে। প্রসঙ্গত ২০১৭ সালে ভারতীয়রা শান্তিতে থাকার প্যারামিটারে ছিল ১২২ নম্বরে। সেখান থেকে আরও ১১টি দেশের নিচে চলে গেছে তারা। তবে শুধু পাকিস্তান বলেই নয়, বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার মত প্রতিবেশি দেশের মানুষও ভারতীয়দের চেয়ে অনেক বেশি সুখী। অন্তত সেই খতিয়ানই উঠে এসেছে রিপোর্টে।

এদিকে সুখী রাষ্ট্রের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে ফিনল্যান্ড। হিসাবমত ফিনল্যান্ডের বাসিন্দারা এখন পৃথিবীর সবচেয়ে আনন্দে থাকা সুখী মানুষ। গতবছরও এক নম্বরে ছিল নরওয়ে। ফিনল্যান্ড ছিল ৫ নম্বরে। এবার তারা ১ নম্বরে উঠে এল। এদিকে ২০১৮-র তালিকা অনুযায়ী বিশ্বের প্রথম ১০টি সুখী রাষ্ট্র হল যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। আমেরিকা, চিন, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সহ বিশ্বের কোনও শক্তিধর দেশই এই তালিকায় প্রথম দশের মধ্যে ঢুকতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে অষ্টাদশ স্থান। ব্রিটেন রয়েছে ঠিক তার পরেই।

Share
Published by
News Desk