World

বিশ্বের সবচেয়ে সুখী ঠিকানা নিশীথ সূর্যের দেশ

Published by
News Desk

প্রতিবছরই রাষ্ট্রসংঘের তরফে বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্রের নাম ঘোষণা করা হয়। দেওয়া হয় তার পিছনে থাকা দেশগুলির তালিকাও। সেই তালিকায় এবার সবার উপরে উঠে এল নরওয়ে। এই সুখী রাষ্ট্রের তালিকায় বরাবরই স্ক্যানডানেভিয়ান রাষ্ট্রগুলির প্রাধান্য প্রশ্নাতীত। এতদিন ডেনমার্কের পিছনেই থাকত নরওয়ের নাম। এবার তারা ডেনমার্ককেও পিছনে ফেলে দিন। গত বছর সুখের নিরিখে ৪ নম্বরে থাকা নরওয়ে এবার উঠে এসেছে প্রথম স্থানে। ২ নম্বরে ডেনমার্ক, ৩-এ আইসল্যান্ড ও ৪-এ সুইৎজারল্যান্ড। এই সুখের চাবিকাঠিটি কী? আর্থিক সঙ্গতি?

রাষ্ট্রসংঘ জানিয়েছে, শুধুই অর্থের নিরিখে এই বিচার হয়না। বিচার হয় দেশের মানুষের স্বাধীনতা, যত্নশীলতা, সততা, উদারতা, স্বাস্থ্য, রোজগার ও সুশাসনের নিরিখে। আর এই সব মাপকাঠিতেই সর্বোচ্চ স্কোর করেছে নিশীথ সূর্যের দেশ নরওয়ে। পঞ্চম স্থান পেয়েছে ফিনল্যান্ড, ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস, সপ্তমে কানাডা, অষ্টমে নিউজিল্যান্ড, নবম স্থানে রয়েছে ২টি দেশ অস্ট্রেলিয়া ও সুইডেন। সামাজিক সুরক্ষার অভাব ও দুর্নীতির বাড়বাড়ন্তে পিছলে নেমেছে আমেরিকা। তালিকায় তাদের স্থান ১৪ নম্বরে। আর ভারত? তালিকায় রয়েছে বটে, তবে ১২২ নম্বরে!

Share
Published by
News Desk