Entertainment

আপত্তিকর ভিডিও পোস্ট, অভিনেত্রী পায়েলকে গ্রেফতার করল পুলিশ

Published by
News Desk

এক কংগ্রেস কর্মী পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী পায়েল রোহতগি। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। অভিনেত্রীকে এরপর বারবার রাজস্থানের বুন্দি পুলিশ স্টেশনে এসে হাজির হতে নোটিস দেয় পুলিশ। কিন্তু সেই নোটিসে সাড়া দেননি অভিনেত্রী। পুলিশের দাবি, সাড়া না দেওয়ায় পরে আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আমেদাবাদ থেকে পায়েলকে গ্রেফতার করে পুলিশ বুন্দি পুলিশ স্টেশনে নিয়ে আসবে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীকে দোষী হিসাবেই পাওয়া গিয়েছেন। তাদের তদন্তে পায়েলের দোষ রয়েছে বলে নিশ্চিত পুলিশ। সোমবার বুন্দিতে পৌঁছনোর পর তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। কেন তিনি এমন কাজ করেছেন তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

পায়েল রোহতগি জানিয়েছেন তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। মতিলাল নেহেরু সম্বন্ধে একটি ভিডিও বানানোয় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও ভিডিওর সব তথ্য তিনি গুগল থেকে সংগ্রহ করেন বলে দাবি করেছেন পায়েল। পায়েল জানিয়েছেন তিনি জামিনের আর্জি আদালতে জানিয়েছেন। তবে শুনানি হয়নি। সেই শুনানি সোমবার হতে পারে। এদিকে তাঁর এই ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ওই ভিডিও তৈরি করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন পায়েল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk