National

সহজ হচ্ছে পাসপোর্ট তৈরি, আইনে সরলীকরণ

Published by
News Desk

নতুন পাসপোর্ট আইন ঘোষণা করলেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। এখন থেকে জন্মের প্রমাণপত্র হিসাবে আর বার্থ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক থাকল না। তার জায়গায় আধার কার্ড, জন্ম তারিখ দেওয়া ই-আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, সার্ভিস রেকর্ডের নির্যাস, এলআইসির পলিসি বন্ড বা ড্রাইভিং লাইসেন্স, এর যে কোনও একটি প্রামাণ্য নথি হিসাবে পাসপোর্ট করাতে জমা দিতে হবে আবেদনকারীকে। পাসপোর্ট করতে মানুষকে বহু কাঠখড় পোড়াতে হয়। সেই নীতির সরলীকরণই নতুন পাসপোর্ট নীতির উদ্দেশ্য বলে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে সাধু-সন্ন্যাসীদের দাবি মেনে এবার থেকে তাঁদের জন্মদাতা পিতা-মাতার জায়গায় তাঁদের গুরুর নাম দেওয়া যাবে বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। তবে সেই গুরুর নাম তাঁর জমা দেওয়া প্রামাণ্য নথিতে বাবা-মায়ের নামের জায়গায় লেখা থাকতে হবে।

 

Share
Published by
News Desk