National

পাসপোর্ট বানাতে আর বার্থ সার্টিফিকেট লাগবে না, জানাল কেন্দ্র

Published by
News Desk

পাসপোর্ট তৈরির নিয়মকে সহজ করতে পদক্ষেপ করল কেন্দ্র। সোমবার সংসদে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং জানান, এতদিন পাসপোর্ট তৈরি করতে বার্থ সার্টিফিকেট আবশ্যিক ছিল। কিন্তু এখন থেকে আর তা আবশ্যিক রইল না।

পাসপোর্ট বানাতে বার্থ সার্টিফিকেটের আর দরকার নেই। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বোর্ডের পরীক্ষার সার্টিফিকেট, এলআইসি পলিসি বন্ড, ই-আধার কার্ড, ভোটার আই কার্ডের মত নথিই জন্ম তারিখের প্রমাণ হিসাবে যথেষ্ট।

এতদিন নিয়ম ছিল ২৬ জানুয়ারি ১৯৮৯-এর পর যাঁরা জন্মেছেন তাঁদের বার্থ সার্টিফিকেট পাসপোর্ট তৈরিতে আবশ্যিক। বার্থ সার্টিফিকেট না দেখাতে পারলে পাসপোর্ট হতনা। সেই নিয়ম এদিন শিথিল করল কেন্দ্র।

Share
Published by
News Desk