State

অশান্তির পথ ছেড়ে আলোচনার টেবিলে আসুন, মোর্চাকে বার্তা পার্থর

Published by
News Desk

শিলিগুড়িতে তৃণমূলের ডাকে সর্বদল বৈঠকে ছিল না বাম, বিজেপি, কংগ্রেস। তবু সেই বৈঠক সফল বলেই দাবি করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তথা পাহাড়ের দায়িত্বে থাকা অরূপ বিশ্বাস, ২টি উন্নয়ন বোর্ডের প্রধান, এনসিপি, বিএসপি-র প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন তৃণমূল মহাসচিব। বৈঠকের পর পার্থবাবুর মোর্চার উদ্দেশ্যে বার্তা, পাহাড়ে বন্‌ধ প্রত্যাহার করে, অশান্তির পথ ছেড়ে আলোচনায় আসুন। আলোচনায় অনেক সমস্যার সমাধান হয়। তবে আলোচনায় বসার আগে পাহাড়ে অশান্তি বন্ধ করতে হবে। এদিন রাজ্যের প্রথমসারিতে থাকা বিরোধী দলগুলির অনুপস্থিতি নিয়ে পার্থবাবু বলেন, এতে বৈঠকে কোনও সমস্যা হয়নি। মুখ্যমন্ত্রী না থাকায় বৈঠকে না আসার বিরোধীদের যুক্তিকে এদিন নস্যাৎ করে দেন তিনি। তৃণমূল মহাসচিবের দাবি, মুখ্যমন্ত্রী না থাকলে অধিকাংশ ক্ষেত্রে তাঁদের কাছেই বিরোধী দলগুলি স্মারকলিপি জমা দেন। কথা বলেন। তাই মুখ্যমন্ত্রী না থাকার যুক্তি কোনও যুক্তি নয় বলেই দাবি করেন পার্থ বন্দ্যোপাধ্যায়।

 

Share
Published by
News Desk