Kolkata

মুকুল রায়কে ‘চাটনিবাবু’ বলে সম্বোধন করলেন শিক্ষামন্ত্রী

Published by
News Desk

ধর্মতলায় দলীয় সমাবেশে ঘাসফুল শিবিরের প্রাক্তন সেনাপতি মুকুল রায় এরাজ্যের শাসকদলকে তোপ দেগেছেন। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরিস্কার জানিয়ে দেন, ‘জাগো বাংলা’ নিয়ে তোলা অভিযোগ যদি মুকুল রায় প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

মুকুলবাবুর নাম না করে তিনি বলেন, যাঁরা গদ্দারি করার তাঁরা ইতিমধ্যেই তা করে ফেলেছেন। পার্থবাবুর দাবি, কোনটা কালো আর কোনটা সাদা তা বোঝার ক্ষমতা রাজ্যবাসীর আছে। এদিন আগাগোড়াই মুকুল রায়কে ‘চাটনিবাবু’ বলেও ব্যঙ্গ সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায়।

Share
Published by
News Desk

Recent Posts