Kolkata

রাজ্যপাল বিজেপির ক্যাডারসুলভ আচরণ করছেন, তোপ পার্থর

Published by
News Desk

গত মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল মহাসচিব হিসাবে ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর অভিযোগ, রাজ্যপাল বিজেপি ক্যাডারসুলভ আচরণ করছেন। রাজভবন বিজেপির আস্তানা হতে পারেনা। রাজভবন থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি জানান, যে স্বরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তা অনভিপ্রেত। এক্তিয়ার বহির্ভূত কথা না বলে রাজ্যপালের তাঁর সীমাবদ্ধতা সম্বন্ধে ধারণা থাকা উচিত বলেও পরামর্শ দেন পার্থবাবু। এদিন কার্যত হুমকির সুরেই পার্থবাবু জানান, রাজ্যপাল যদি তাঁর বক্তব্যের জন্য অনুতপ্ত না হন তবে তৃণমূল আগামী দিনে শক্ত হাতে বিষয়টি বিবেচনা করবে।

 

Share
Published by
News Desk

Recent Posts