Business

টাটাদের সিঙ্গুর ছাড়া করেছিল তৃণমূল, এখন তাদেরই ফেরাতে মরিয়া সরকার

একসময় টাটা গোষ্ঠীকে ন্যানো কারখানা নিয়ে সিঙ্গুর ছাড়তে বাধ্য করেছিল তৃণমূল। এখন সেই টাটাদেরই রাজ্যে ফেরাতে মরিয়া রাজ্যের তৃণমূল সরকার।

২০১১ সালে এ রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনকে সামনে রেখেই যে রাজ্যে এই পালাবদলের হাওয়া পেয়েছিল তৃণমূল তাও মেনে নেয় রাজনৈতিক মহল, এমনকি তৃণমূলও।

হুগলির সিঙ্গুর থেকে সে সময় প্রবল আন্দোলনের মুখে টাটা গোষ্ঠীকে ন্যানো কারখানা সরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল তৃণমূল।

সরকারে আসার পর তৃতীয়বার ক্ষমতায় এসে সেই টাটা গোষ্ঠীকেই এ রাজ্যে ফেরাতে মরিয়া তৃণমূল সরকার। যদিও এর আগেও তৃণমূলের তরফে টাটাদের রাজ্যে লগ্নির আহ্বান জানানো হয়েছিল।

সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাঁদের সঙ্গে টাটা গোষ্ঠীর কখনওই কোনও বিরোধ ছিলনা। টাটা গোষ্ঠী এ দেশের অন্যতম বৃহৎ ও সম্মানীয় শিল্পগোষ্ঠী।

সিঙ্গুরের জন্য তাঁরা টাটাদের কখনওই দোষ দিতে চান না বলে জানান পার্থবাবু। তিনি আরও জানান, রাজ্যসরকার চায় এখনই অন্তত ২টি বৃহৎ শিল্প সংস্থা এ রাজ্যে লগ্নি করুক।

টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্যসরকারের কথাবার্তা চলছে বলেই শোনা যাচ্ছে। যেটুকু শোনা যাচ্ছে তাতে অ্যাম্বাসেডর কারখানার এলাকাতেই অটোমোবাইলের জন্য জমি দিতে চাইছে সরকার। সেখানে দক্ষ কর্মীও পাওয়া যাবে।

রাজ্যসরকার এখন রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে মরিয়া। সরকারের তরফে জানানো হয়েছে যে বৃহৎ সংস্থা রাজ্যে লগ্নি করবে তাদের বিশেষ সুবিধা সরকারের তরফে দেওয়া হবে। তবে কতটা সুবিধা প্রদান করা হবে তা স্থির হবে ওই সংস্থা কত কর্মসংস্থান তৈরি করছে তার ওপর।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025