State

গোর্খাল্যান্ড হলে শান্তি ফিরবে, কেন্দ্রকে চিঠি চামলিংয়ের

Published by
News Desk

রাজ্যগুলিকে আরও দায়িত্ববান হতে হবে। তাদের সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করার কথা। তারা সেটা যেন মনে রাখে। বৃহস্পতিবার এই ভাষাতেই সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে পরামর্শ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোর্খাল্যান্ড গঠিত হলে পাহাড়ে শান্তি ফিরবে একথা জানিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লেখেন সিকিমের মুখ্যমন্ত্রী। এই চিঠির মাধ্যমে কার্যত প্রতিবেশি রাজ্যের থেকে গোর্খাল্যান্ডের দাবিতেই চিঠি গেল কেন্দ্রের কাছে। তাও লিখলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সেই পদক্ষেপ যে পশ্চিমবঙ্গ সরকার ভাল চোখে নেবে না তা বলাই বাহুল্য। চামলিংয়ের চিঠি নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু এদিন সংবিধানের আওতায় থেকে কাজ করার জন্যই প্রতিবেশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।

 

Share
Published by
News Desk