Kolkata

বন্‌ধের ইস্যুকে সমর্থন, পদ্ধতিকে নয়, জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

Published by
News Desk

বন্‌ধের দিন সচল থাকবে রাজ্য। স্কুল, কলেজ, অফিস সবই খোলা থাকবে। কাজ হবে স্বাভাবিক নিয়মেই। অর্থনীতির পক্ষে ক্ষতিকর কোনও কর্মনাশা বন্‌ধকে তাঁরা সমর্থন করছেন না। আগেও বহুবার বন্‌ধ দেখেছে রাজ্য। এসব আর নয়। এদিন একথার মধ্যে দিয়ে রাজ্য সরকারের অবস্থানই স্পষ্ট করে দিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কেন্দ্রের বিরোধিতা করে যে ইস্যুতে বন্‌ধ ডাকা হয়েছে তাতে তাঁদের সমর্থন রয়েছে। কিন্তু তার জন্য যে পদ্ধতি অর্থাৎ বন্‌ধের রাস্তা নেওয়া হয়েছে তাতে তাঁদের সমর্থন নেই। বরং ওদিন ওই একই ইস্যুতে তৃণমূলও বিরোধিতা করবে। তবে মিছিল করে।

আগামী ১০ সেপ্টেম্বর, সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস। ৬ ঘণ্টার বন্‌ধ ডেকেছে তারা। বন্‌ধ হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। অন্যদিকে এই ইস্যু সহ কেন্দ্রীয় নীতির প্রতিবাদে সিপিএম সহ ৫টি বাম দলও বন্‌ধ ডেকেছে। যা শুরু হবে সকাল ৬টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এর ফলে ওদিন যানবাহনের ব্যাপক সমস্যার সম্ভাবনা প্রবল। সেই চিন্তা লাঘব করতে এদিন মন্ত্রী আশ্বাস দেন ওদিন রাজ্য সচল থাকবে। তৃণমূল বন্‌ধ সমর্থন করেনা।

Share
Published by
News Desk

Recent Posts