Kolkata

রাজ্যপালকে মিথ্যা তথ্য দিচ্ছে বিজেপি, দাবি পার্থর

Published by
News Desk

রাজ্যপালকে মিথ্যা তথ্য দিচ্ছে বিজেপি। মিথ্যাচার করছে। আর সে বিষয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে অবহিত করতে বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করলেন তাঁরা। এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যায় তৃণমূল মহাসচিবের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল। যেখানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায় প্রমুখ। দেখা করে বেরিয়ে পার্থবাবু আরও বলেন, বিরোধীরা মনোনয়ন পেশ করতে পারছেন না একথা অসত্য। দেখা যাচ্ছে প্রায় ৫০ থেকে ৫১ শতাংশ মনোনয়ন দাখিল করেছেন বিরোধীরা। যদি বাধাই দেওয়া হত তবে কী এত মনোনয়ন পেশ করা যেত? সে প্রশ্ন তোলেন তিনি।

পাল্টা পার্থবাবুর অভিযোগ বিরোধীরাই বরং অস্ত্র হাতে মিছিল করছেন। নাম না করলেও এ খোঁচা যে এদিন নলহাটিতে প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে সিপিএমের মিছিলের দিকে ছিল তা বলাই বাহুল্য। অন্যদিকে তৃণমূল কর্মীরা কোথাও মনোনয়ন পেশে কোনও বাধা দিচ্ছেন না বলেও দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

Share
Published by
News Desk

Recent Posts