Entertainment

জনপ্রিয় পাঞ্জাবি গায়ককে গুলি, অল্পের জন্য রক্ষা

Published by
News Desk

তাঁর ‘গল নেহি কড়নি’ গানে মজে জেন ওয়াই প্রজন্ম। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। এহেন জনপ্রিয় পঞ্জাবের রক সঙ্গীতশিল্পী পরমিশ ভার্মাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে একাই বাড়ি ফিরছিলেন পরমিশ। পঞ্জাবের মোহালির সেক্টর ৯১ এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা পরমিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি এসে লাগে গায়কের পায়ে। ওই অবস্থায় স্থানীয়দের সাহায্যে গায়ক হাসপাতালে ভর্তি হন।

পরমিশ ভার্মার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভয়ের কোনও কারণ নেই। এদিকে ঘটনার তদন্তে নেমে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের সূত্র ধরে দিলপ্রীত সিং ধাহান নামে ১ সন্দেহভাজন যুবকের খোঁজ পেয়েছে পুলিশ। দিলপ্রীতকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk