Categories: National

এককাট্টা বিরোধীরা, নিস্ফলা অধিবেশন

Published by
News Desk

উত্তরাখণ্ড ইস্যুতে যে তারা সংসদ চালাতে দেবে না তা আগেই পরিস্কার করে দিয়েছিল কংগ্রেস। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে হলও তাই। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যসভার অধিবেশন কংগ্রেস সাংসদদের হৈচৈতে দফায় দফায় মুলতুবি হয়ে যায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সঙ্গে যোগ্যসঙ্গত দেয় সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলিও। যদিও সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলির ইস্যু ছিল জেএনইউ। আফজল গুরু কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র উমর খালিদ ও অরিন্দম ভট্টাচার্যকে একটি সেমিস্টারের জন্য বসিয়ে দেওয়া ও কানহাইয়া কুমারকে আর্থিক জরিমানার বিরুদ্ধে এদিন সব বিরোধীদলই ছিল এককাট্টা। ফলে কংগ্রেস সহ সব বিরোধী দল হট্টগোল শুরু করায় রাজ্যসভার কাজ চালান সম্ভব হয়নি চেয়ারম্যান হামিদ আনসারির পক্ষে। সারাদিনে বারবার মুলতুবির পর বিকেল সওয়া তিনটে নাগাদ দিনের মত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Share
Published by
News Desk

Recent Posts