National

টমেটোর দাম কবে থেকে কমবে, সংসদে জানাল কেন্দ্র

টমেটোর দাম হেঁশেলে টমেটোর প্রবেশ বন্ধ করে ছেড়েছে। কিন্তু এভাবে আর কতদিন। কবে কমবে টমেটোর দাম। তা নিয়ে খুশির খবর দিল কেন্দ্র।

Published by
News Desk

টমেটোর দাম নিয়ে নাজেহাল ভারতবাসী। এমন দামে টমেটো তাঁরা কখনও কেনেননি। অনেক বাড়িতেই টমেটো কেনা বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ একটা, দুটো, কি খুব বেশি হলে ৩টে টমেটো মোটা টাকা খরচ করে কিনে বাড়ি ফিরছেন বাজার থেকে।

কিন্তু এভাবে কতদিন চলবে? কতদিন সহ্য করতে হবে হেঁশেলের অন্যতম প্রয়োজনীয় এই খাবারটির অনুপস্থিতি? সংসদে এই বিষয়ে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্র খুশির খবর শুনিয়েছে।

কেন্দ্রে তরফে মন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, টমেটোর দাম ২০ জুলাইয়ের পর থেকে অনেক জায়গায় ৭০ টাকা কেজিতে নেমেছে। তবে তা আরও কমতে চলেছে।

মহারাষ্ট্রের নাসিক, নারায়ণগাঁও এবং ঔরঙ্গাবাদ থেকে নতুন টমেটো বাজারে আসতে চলেছে। বাজারে আসছে মধ্যপ্রদেশে উৎপাদিত টমেটোও।

এই ২ রাজ্যে উৎপাদিত টমেটো বাজারে এসে পড়লেই দাম অনেকটা কমে যাবে। আর তা আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে। যা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে।

টমেটোর দাম সাধারণ বাজারে কমতে শুরু করবে, এটা মধ্যবিত্তের মুখ্য হাসি ফুটিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে থেকে নিজেরাই টমেটো কিনে তা ভর্তুকিযুক্ত দামে বিক্রি শুরু করেছে।

অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক থেকে টমেটো কিনে তা বিক্রি করছিল কেন্দ্র। তবে তা কেন্দ্রীয় বিভিন্ন খাদ্য বণ্টন কেন্দ্রে বিক্রি হচ্ছে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে তারা ২২টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপর কড়া নজর রাখছে। যে তালিকায় টমেটোও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk