National

আলু, পেঁয়াজ, ডাল অত্যাবশ্যকীয় পণ্য নয়, মজুতে বাধা নেই, পাশ হল বিল

আলু, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেলের মত কৃষি পণ্য আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২০ রাজ্যসভায় পাশ হয়ে গেল। আইন হতে বাকি রাষ্ট্রপতির সই।

নয়াদিল্লি : আলু, পেঁয়াজ বা ডালের মত খাদ্য পণ্যগুলি এতদিন ছিল অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায়। এদিন এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২০ পাশ করার পর আলু, পেঁয়াজ, ডাল অত্যাবশ্যকীয় পণ্য নয়। এখন তা ইচ্ছামত মজুতেও আর কোনও বাধা রইল না। যা এদিন কার্যত বিরোধীদের হট্টগোল ছাড়াই পাশ হয়ে যায় রাজ্যসভায়। কারণ বিরোধীরা ৮ সাংসদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

কেন্দ্র অবশ্য দাবি করেছে এতে কৃষকরা উপকৃতই হবেন। তাছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরও পথ প্রশস্ত হল। যদিও এর বিরোধিতা করেছে বিরোধীরা। তবে আগামী দিনে যাতে আলু, পেঁয়াজের মত খাদ্যপণ্যে বেসরকারি সংস্থাও ব্যবসা করতে পারে তার রাস্তা খুলল।

কেন্দ্র দাবি করেছে এসব খাদ্যপণ্য মজুতে সীমা নির্দিষ্ট থাকায় বিদেশি বিনিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছিল। এবার বিনিয়োগ সহজেই হতে পারবে। তাছাড়া কৃষকরা যথেচ্ছ মজুত করতে পারবেন। তাতে তাঁদের কম দামে বাজারে তাঁদের উৎপাদিত পণ্য ছেড়ে দিতে হবে না। তাঁরা তা মজুত করতে পারবেন।

মজুতে নিয়ন্ত্রণ থাকায় তা এতদিন করতে পারতেন না কৃষকরা। তাছাড়া তাঁদের উৎপাদিত পণ্য অনেক সময় নষ্টও হয়ে যেত। যা এখন আর হবে না বলেই মনে করছে কেন্দ্র।

গত ১৫ সেপ্টেম্বর লোকসভায় পাশ হয়েছিল এই এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২০। মঙ্গলবার তা রাজ্যসভাতেও পাশ হয়ে গেল।

১৯৫৫ সালে এসব কৃষিপণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকায় আনে সরকার। তারপর থেকে এগুলি অত্যাবশ্যকীয় পণ্য তালিকায় ছিল। ফলে তা নির্দিষ্ট সীমার ওপর মজুত করা যেত না।

এদিনের বিল পাশ হওয়ার পর বাকি রাষ্ট্রপতির স্বাক্ষর। তা হয়ে গেলেই বিলটি আইনে পরিণত হবে। তারপর আলু, পেঁয়াজ, ডাল, কিছুর ওপরই আর কোনও সরকারি নিয়ন্ত্রণ থাকছে না।

সরকার মনে করছে এতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা কৃষিক্ষেত্রে বিনিয়োগ করবে। যা কৃষকদের লাভবান করে তুলবে।

তবে বিরোধীদের প্রশ্ন আদৌ কী এই বিল কৃষকদের জন্য সুখের হবে? নাকি এতে সুবিধা হবে বৃহৎ সংস্থাগুলির। এর উত্তর পেতে সময়ের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025